নোয়াখালী জেলা শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধ আবদুল মতিন ওরফে দাইয়ুকে প্রতিপক্ষের লোকজন গলাটিপে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শহরের হরিনারায়ণপুর গ্রামের রেনু মিয়া কন্ট্রাক্টরের বাড়ির কাছে গতকাল এ ঘটনা ঘটে। মতিন রেনু মিয়ার বাড়ির আবদুল জব্বারের ছেলে। এ ঘটনায় মতিনের ছেলে মো. আমির হোসেন ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন।
সলঙ্গায় দিনমজুর খুন
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের সলঙ্গায় লিটন হোসেন (৩০) নামে এক দিনমজুর খুন হয়েছেন। তিনি নলকা ইউনিয়নের নলকা সেনগাতী গ্রামের আবু সাঈদের ছেলে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, লিটন রবিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। ভোরে একই গ্রামের বাগান থেকে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। গতকাল সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।