৭ ডিসেম্বর মংলা ও সুন্দরবন হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের রণকৌশলে শত্রুমুক্ত হয় এ এলাকা।
মুক্তিযুদ্ধের ৯ নম্বর কমান্ডার মেজর (অবঃ) জলির ও সাব সষ্টের কমান্ডার মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহমেদের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা এইদিন মংলা ও সুন্দরবনের বিশাল এলাকা হানাদারদের হাত থেকে মুক্ত করেন।
মংলা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ রহমান জানান, ৭ ডিসেম্বরন এ অঞ্চল হানাদারমুক্ত হলে মুক্তিযোদ্ধরা সুন্দরবনসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বর্তমান মংলা মুক্তিযোদ্ধা অফিস এলাকায় জড়ো হয়ে হানাদারমুক্ত দিবসে আনন্দ মিছিল করেন। দিনটি প্রতি বছরের ন্যায় এবারও মংলা মুক্তিযোদ্ধারা পালন করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।