বাইশ বছর আগের একদিন
[শাফিক আফতাব]
বাইশ বছর আগের একদিন মনে হলো
বাইশ বছর আগের একটি মুহূর্ত ফিরে এলো
বাইশ বছর আগের প্রথম যৌবনা তুমি ফিরে এলে
বাইশ বছর আগে আমি হলাম প্রথম যুবক
বাইশ বছর পরের পৃথিবীকে কেমন বিবর্ণ মনে হলো।
বাইশ বছর আগে একদিন সন্ধ্যেবেলা
কেমন অনুকূল অনুভবে খোঁপা খুলে এলোচুলে বসেছিলে ঝিলের পাড়ে
বাইশ বছর আগে সাদা চোখে ফুটেছিলো গুচ্ছ গুচ্ছ স্বপ্নের ফুল
বাইশ বছর আজ সবকিছু ভুল
বাইশ বছর পর তুমি আজ কেমন হালকা শাড়ির শাশুড়ি
বাইশ পর আমি আজ কেমন তুখোর দেশের সেবক
বাইশ বছর আগে এক নিঝুম রাতে তোমার প্রস্থান
বাইশ বছর আগে কর্মের যজ্ঞে আমি মহাস্থানে
বাইশ পর আজ বিরাট শিল্পপতি
বাইশ পর আজ জোড়া জোড়া সন্ততি
বাইশ পর আজ কেমন বড়লোক
কভু ভোলা যায় কি বাইশ বছর আগের সংযোগ।
বাইশ বছর পর মোটা বইয়ের মতোন খুলে যাও অকস্মাৎ
বাইশ বছর পর তবু তুমি আমার ভালোবাসার দুধভাত।
০৭.১২.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।