হাসান গুরু মধু পূর্ণিমার রাতে, হয়তো ফিরবো ফিরবো প্রিয়তার ঘামে যেখানে একেলা নিজেরে, রেখেছি গৃহহীন ঘরে । জোনাকি পোকার সাথে, হয়তো দেখব দেখব বুকের আতর যেখনে মিহিন কারকাজ, উড়ছে আনকোরা ঠোঁটের ভাজ। আকাশের নীল আজ দেখবো দেখবো তোমার ডানায় চড়ে যেখানে শূন্যতার সরোবর ভরেছে আচমকা কাক ডাকা ভোরে শাল সেগুনের বনে হারাবো হারাবো গোপন সব অভিমান যেখানে মেখেছি কস্তুরি, মৃগনাভি ঘ্রান , প্রথম প্রেমের গান। দেখেছি দেখেছি আজ প্রথম ভোরের আভায় প্রনয়ের সুতো এনেছে টেনে প্রথম প্রেমের সভায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।