আমাদের কথা খুঁজে নিন

   

সংসদের ৪০০ কার্যদিবস

নবম জাতীয় সংসদ ইতোমধ্যে ৪০০তম কার্যদিবস সম্পন্ন করার কৃতিত্ব দেখিয়েছে। বৃহস্পতিবার অর্জিত হয়েছে এ সাফল্য। এর আগে কেবল পঞ্চম সংসদ ৪০০ কার্যদিবসে পেঁৗছানোর নজির রেখেছে। নবম সংসদ আর মাত্র একটি কার্যদিবসে প্রবেশ করলেই অতীতের সব রেকর্ড ভঙ্গ হবে। স্মর্তব্য, প্রথম সংসদ স্থায়ী হয়েছিল ১৩৪ কার্যদিবস, মেয়াদকাল ছিল ১৯৭৩ সালের ৭ এপ্রিল থেকে ১৯৭৫ সালের ৬ নভেম্বর। দ্বিতীয় সংসদ স্থায়ী হয় ২০৬ কার্যদিবস, মেয়াদকাল ছিল ১৯৭৯ সালের ২ এপ্রিল থেকে ১৯৮২ সালের ২৪ মার্চ পর্যন্ত। তৃতীয় সংসদ স্থায়ী হয় ৭৫ কার্যদিবস, মেয়াদকাল ছিল ১৯৮৬ সালের ১০ জুলাই থেকে ১৯৮৭ সালের ৬ ডিসেম্বর। চতুর্থ সংসদ স্থায়ী হয়েছিল ১৬৮ কার্যদিবস, মেয়াদকাল ছিল ১৯৮৮ সালের ১৫ এপ্রিল থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর। পঞ্চম সংসদ স্থায়ী হয় ৪০০ কার্যদিবস, মেয়াদকাল ছিল ১৯৯১ সালের ৫ এপ্রিল থেকে ১৯৯৫ সালের ২৪ নভেম্বর। ষষ্ঠ সংসদ স্থায়ী হয় চার কার্যদিবস, মেয়াদকাল ছিল ১৯৯৬ সালের ১৯ মার্চ থেকে ৩০ মার্চ। সপ্তম সংসদ স্থায়ী হয় ৩৮২ কার্যদিবস, মেয়াদকাল ছিল ১৯৯৬ সালের ১৪ জুলাই থেকে ২০০১ সালের ১৩ জুলাই। অষ্টম সংসদ স্থায়ী হয়েছিল ৩৭৩ কার্যদিবস। সংসদের ৪০০ কার্যদিবস শেষ হওয়ার মাধ্যমে অতীতের রেকর্ড স্পর্শ করা হলো। অভাবিত কিছু না ঘটলে নবম সংসদ এদিক থেকে নতুন নজির রাখবে বলে আশা করা যায়। সংসদীয় গণতন্ত্রে সংসদ হলো দেশ পরিচালনার চালিকাশক্তি। সংসদের কার্যদিবসের সংখ্যা বৃদ্ধি সেদিক থেকে একটি আশাজাগানিয়া ঘটনা। তবে হতাশার দিক হলো ৪০০ কার্যদিবসে বিরোধী দল বেশির ভাগ সময় সংসদে অনুপস্থিত থেকেছে। সংসদে জনগণের কথা বলার জন্য নির্বাচিত হয়েও ১৯৯১ সালের পর থেকে প্রতিটি সংসদে নানা অজুহাতে বিরোধী দলের সংসদ বর্জন মজ্জাগত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। সংসদীয় ব্যবস্থায় সরকার ও বিরোধী দল হলো একই মুদ্রার দুই পিঠ। যার একটি বাদে অন্যটি গুরুত্ব হারায়। বিরোধী দলের সংসদ বর্জন সরকারি দলকে জবাবদিহিতার ঊধের্্ব থাকতে সহায়তা করে। সংসদে বিরোধী দলের অনুপস্থিতি সুশাসনের ব্যত্যয় ঘটায়। সরকারি দলকে

ব্যর্থ করার ক্ষেত্রে এ কূটকৌশল পরীক্ষিত অস্ত্র হলেও তা গণতান্ত্রিক

ব্যবস্থাকে অথর্ব করে তুলছে। যার অবসান হওয়া উচিত।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.