আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা সিনেমার নায়িকা সমগ্র... :p :p

জীবন একখান বাঁশবাগান। খালি বাঁশ আর বাঁশ। ফেসবুকে আমি: facebook.com/bamboo.baash জিমেইলে আমি: bashbamboo@gmail.com

শাবানা: উনি একজন আদর্শ বৌ অথবা সৎ কাজের মেয়ের চরিত্রে অভিনয় করেন, কুমারী মেয়ের চরিত্রে খুব কম দেখা যায়.. ঊনি অল্প বয়সে বিধবা হন, অথবা উনার স্বামী নিখোঁজ হয়ে যান, উনার ছেলে বড়ও হয়ে মৃত বাবার সপ্ন পুরন করে। ববিতা: ইনি ডিভোর্সি মহিলা হিসেবে পরিচিত... বিয়ের ২ বছরের মাথায় উনার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়... সতিনের সংসার করতে ইনি ভালবাসেন.. বিচ্ছেদের পর এক সন্তান থাকে তার কাছে, অন্যজন স্বামীর কাছে, বড়ও হয়ে উনার সন্তানরা একে অপরকে চিন্তে পারে। শাবনুর : গ্রাম্য মহিলার চরিত্রে এবং কুমারী মেয়ের চরিত্রে উনাকে খুব মানায়.. শহরের স্মার্ট ছেলেদের সাথে প্রেম হয়, কিন্তু যার সাথে প্রেম করেন তার সাথে বিয়ে হয়না... আর এভাবেই এই গান জন্ম নেয় "ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়"। পপি : ইনি বড়লোকের মেয়ে হিসেবেই বেশী পরিচিত..প্রেম হয় কলেজের সহজ সরল ছেলের সাথে, পালিয়ে বিয়ে করা উনার স্বভাব। মৌসুমী: উনার বাবা বাংলা সিনেমার ভিলেন এবং বিরাট কোটিপতি..উনার প্রেম হয় রিকশাওয়ালা, শ্রমিক , বেকার ছেলেদের সাথে, উনি এক শাড়িতে প্রেমিকের সাথে জীবন কাটিয়ে দিতে পারেন। অপু বিশ্বাস: উনার মোটা পেট ছাড়া আমার আর কিছুই চোখে পড়েনা। :p


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.