আমাদের কথা খুঁজে নিন

   

কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান খুন

কুষ্টিয়ার কুমারখালীতে সন্ত্রাসীদের গুলিতে মুন্সী রশিদুর রহমান নামে এক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন। তিনি কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন। গতকাল সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মহেন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এক ঘণ্টা অস্ত্রোপচার শেষে রাত পৌনে ৮টার দিকে চিকিৎসকরা চেয়ারম্যান রশিদুর রহমানকে মৃত ঘোষণা করেন। এ সময় বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী হাসপাতাল চত্বরে অবস্থান নেয়। মৃত্যুর খবরে তারা উত্তেজিত হয়ে পড়ে। মুন্সী রশিদুর রহমান নিহতের ঘটনায় জেলা বিএনপি আজ কুষ্টিয়া জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। কুমারখালী উপজেলা বিএনপির অপর যুগ্ম সম্পাদক ও ঘটনার প্রত্যক্ষদর্শী খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন জানান, সন্ধ্যায় মহেন্দ্রপুর বাজারে স্থানীয় একজন চিকিৎসকের চেম্বারে বসে গল্প করছিলেন ইউপি চেয়ারম্যান রশিদুর রহমান। দুজন অজ্ঞাত সন্ত্রাসী মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে পরপর ২ রাউন্ড গুলি করে। একটি লক্ষ্যভ্রষ্ট হলেও অন্যটি গুলি তার বাম পাঁজরে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। আহত মুন্সী রশিদুর রহমান জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। হাসপাতাল থেকে বের হয়ে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের চেয়ারম্যান রশিদুর রহমানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ। এ সময় তার সঙ্গে কয়েকজন চিকিৎসকও উপস্থিত ছিলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতাল চত্বরে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.