আমাদের কথা খুঁজে নিন

   

নানক মির্জা আজমসহ ১৮ জনকে মামলা থেকে অব্যা

রাজধানীর শেরাটন হোটেলের (বর্তমান রূপসী বাংলা) সামনে ২০০৪ সালে গান পাউডার দিয়ে বিআরটিসির বাসে আগুন দিয়ে ১১ জনকে পুড়িয়ে হত্যা করার মামলা থেকে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম ও সাঈদ খোকনসহ ১৮ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার খন্দকার মো. আবদুল হালিম আসামিদের অব্যাহতি দিতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন আদালতে। গতকাল সিআইডি পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালত। এর ফলে নিয়মানুযায়ী আসামিরা অব্যাহতি পেয়ে যান। অব্যাহতি পাওয়া আসামিরা হলেন জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আবু সাঈদ খোকন, আবদুল মান্নান, জাহাঙ্গীর আলম, শহীদুল ইসলাম ঠাণ্ডু, আবু হান্নান সিদ্দিকী, মো. মনির, উজ্জ্বল মাহমুদ, রেজাউল করিম, মো. মাছুম, গাজী হাবিবুল আলম ওরফে হাবিব, আনোয়ার হোসেন সুজন, শফিকুল ইসলাম কালু, হাসানুর রহমান ওরফে ইকবাল, রুহুল আমিন ওরফে বড় মিয়া ও এএফএম মিজানুর রহমান জুয়েল। মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালের ৫ জুন তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী ২৪ ঘণ্টা হরতালের আগের দিন ৪ জুন রাত সোয়া ৮টায় ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় ১১ জন মানুষ আগুনে দগ্ধ হয়ে মারা যান। ওই ঘটনায় রাজধানীল রমনা থানার এসআই হারুন অর রশীদ বাদী হয়ে মামলা করেন। পরে ওই মামলায় ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে শফিকুল ইসলাম কালু ও মো. মাসুদ ওরফে মাসুম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে আসামিরা আদালতে বলেন, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম ও সাঈদ খোকন বোমা মারার জন্য তাদের ১০০ টাকা করে দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.