আমাদের কথা খুঁজে নিন

   

মুম্বাই হামলার বর্ষপূর্তিতে জঙ্গিদের প্র

কলকাতা প্রতিনিধি

২৬/১১ মুম্বাইয়ের সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হলো মুম্বাইয়ে। মূল অনুষ্ঠানটি হয় মুম্বাইয়ের জিমখানাতে। সেখানে জঙ্গিদের ঘৃণা ও শহীদদের শ্রদ্ধা জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃত্থিরাজ চৌহান, কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর, মুম্বাইয়ের পুলিশ কমিশনারসহ নিহতদের পরিবার পরিজনরা। তাজ হোটেল এবং হোটেল ট্রাইডেন্টের ওই জঙ্গি হামলায় নিহত কর্মী এবং অতিথিদের স্মরণে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাঁচ বছর আগের সেই রক্তাক্ত দিন আবার যাতে নতুন করে বীভৎসতার সাক্ষী না হতে হয়, তাই মুম্বাইজুড়ে ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তার।

মুম্বাইয়ের তাজ হোটেল, দ্য ট্রাইডেন্ট হোটেল, নরিমান পয়েন্ট, ছত্রপতি শিবাজি রেল টার্মিনালসহ সন্ত্রাস কবলিত প্রতিটি জায়গায় বন্দুকধারী পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি আরব সাগরের সমুদ্রতটেও বাড়ানো হয়েছে নিরাপত্তা।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ে হানা দিয়ে হামলা চালায় লস্কর-ই-তৈয়বার সদস্যরা। মুম্বাইয়ের তাজমহল হোটেল, হোটেল ওবেরয় ট্রাইডেন্টসহ আটটি জায়গায় হামলা চালায় কাসভসহ ১০ জন পাকিস্তানি সন্ত্রাসী। সেদিনের ওই সন্ত্রাসী হামলায় ২৫ জন বিদেশিসহ নিহত হয় ১৬৬ জন ভারতীয়, আহত হয়েছিলেন ৩০৪ জন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.