আমাদের কথা খুঁজে নিন

   

মন্ত্রণালয়ের অনুষ্ঠানে যাননি সালমা

সোমবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্তিক সংসদীয় কমিটির সভাপতি ফজিলাতুন্নেছা ইন্দিরা র সভাপতিত্বে এ অনুষ্ঠান শুরু হয়।   এ অনুষ্ঠানের মধ্যে দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের রোকেয়া পদক বিতরণ করবেন।
নারী শিক্ষা বিস্তার ও নারী অধিকার প্রতিষ্ঠাসহ গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর ‘বেগম রোকেয়া পদক’ পাচ্ছেন ঝর্ণাধারা চৌধুরী ও অধ্যাপক হামিদা বানু।
সাধারণত মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রীর সভাপতিত্বেই প্রতি বছর রোকেয়া পদক বিতরণ করা হয়। তবে এবার অনুষ্ঠানের শুরুতেই ঘোষক সভাপতি হিসাবে ফজিলাতুন্নেছা ইন্দিরা র নাম ঘোষণা করে।

    
সালমা ইসলামসহ জাতীয় পার্টির সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টা দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত মেনে ইতোমধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাদের পদত্যাগপত্র ডাকযোগে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হচ্ছে বলেও জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে।    
দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের জানান, সোমবার মন্ত্রিসভার বৈঠকেও তারা যোগ দেবেন না।
মনোনয়নপত্র দাখিল করলেও গত ৩ নভেম্বর নাটকীয়ভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এরপর নির্বাচনকালীন সরকার থেকে দলের মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টাদের পদত্যাগের নির্দেশ দেন তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.