আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... দেলোয়ার হোসেন সাইদীর আদি রসাত্মক ফোন কল গুলো আমরা সবাই কম বেশী শুনেছি, কিন্তু মিডিয়াফায়ার কিংবা ক্লাউড থেকে বার বার সরানোর চেষ্টা হচ্ছে হ্যাক করার চেষ্টা হচ্ছে। পাঠক আপনি নিজেই হয়ত ইতিহাসের সাক্ষী হতে পারেন একটু কষ্ট করে ফাইল গুলো ডাউনলোড কিংবা রেকর্ড করে, সেটা এমনকি মোবাইলেও হতে পারে, ফোনালাপের স্ক্রিপ্ট গুলো এখন অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকেই বের হয়ে আসবে অসংখ্য সুত্র আমরা কয়েকটি সংলাপ টাইপ করেছি, সবগুলো একার পক্ষে করা সম্ভব না আমার দরকার কয়েকজন ভলেন্টিয়ার সবগুলো ফোনকলের স্ক্রিপ্ট দ্রুত লিখে ফেলতে, আগ্রহিরা এই পোস্টে যোগাযোগ করুন আসুন আমাদের প্রিয় ব্লগকে বানিয়ে ফেলি প্রামাণ্য দলিলের ভাণ্ডার । হাতে সময় খুব কম, কে কে কত কত নাম্বার শুনেছেন এবং কোনগুলো সংগ্রহে আছে জানান ১০১টা বেশী সময় লাগবে না, একটু দ্রুত . . .
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।