কিশোরগঞ্জে ভাইয়ের হাতে ভাই ও গাইবান্ধায় ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। নওগাঁয় গণপিটুনিতে নিহত হয়েছে এক ডাকাত। গাজীপুর, নরসিংদী, মাদারীপুর ও মাগুরায় চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে বগুড়ায় নিহত প্রভাষক জিয়া উদ্দিন জাকারিয়া বাবুর লাশ গতকাল দাফন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
কিশোরগঞ্জ : হোসেনপুরে সৎ ভাইয়ের হাতে খুন হয়েছে ছয় বছরের শিশু আকিব। উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের আবদুল খালেকের দুই স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। সোমবার রাতে ঝগড়ার একপর্যায়ে প্রথম স্ত্রীর ছেলে জসিম সৎ ভাই আকিবকে কুপিয়ে হত্যা করে।
ভাতিজার হাতে খুন : গাইবান্ধা প্রতিনিধি জানান, সুন্দরগঞ্জ উপজেলার রামধন গ্রামে গতকাল ভাতিজার মারপিটে চাচা নিহত হয়েছেন। জমি নিয়ে চলা বিরোধের জের ধরে গতকাল ভাতিজা নাজমুল চাচা আবদুল জলিলকে মারপিট ঘরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে সাদুল্যাপুর উপজেলার মন্দুয়ার গ্রামে লিনা আখতার নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লিনা ওই গ্রামের ঠাণ্ডা মিয়ার মেয়ে ও সাদুল্যাপুর গার্লস কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
শ্বাসরোধে হত্যা : গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে মুক্তিপণের এক লাখ টাকা না পেয়ে স্কুলছাত্র সোহেলকে শ্বাসরোধে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিখোঁজের দুই দিন পর গতকাল সদর উপজেলার ভবানীপুরের গজারি বন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
হত্যা করে ছিনতাই : নরসিংদী প্রতিনিধি জানান, সালাম মিয়া নামে এক চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শিবপুর উপজেলার শ্রীফুলিয়া বাসস্ট্যান্ডের পাশ থেকে গতকাল তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার সন্ধ্যায় রায়পুরার হাসনাবাদ বাজার থেকে নিখোঁজ হন সালাম।
গণপিটুনিতে নিহত : নওগাঁ প্রতিনিধি জানান, নিয়ামতপুর উপজেলার মিরাপাড়া গ্রামে কৃষক মজনু মিয়ার বাড়িতে ডাকাতি করতে গিয়ে সোমবার রাতে গণপিটুনিতে নিহত হয়েছেন সাইফুল ইসলাম। সাইফুল উপজেলার গুঁড়িপাড়া গ্রামের রহিম বঙ্রে ছেলে।
লাশ উদ্ধার : মাদারীপুর প্রতিনিধি জানান, রাজৈরের ঢাকা-বরিশাল মহাসড়কের কালিবাড়ি এলাকা থেকে গতকাল অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটা খুন নাকি সড়ক দুর্ঘটনায় তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মাগুরা প্রতিনিধি জানান, শ্রীপুর উপজেলার কল্যাণপুর গ্রামে মঙ্গলবার সকালে মিরাজ হোসেন নামের এক যুবকের ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে নিজ বাড়ির পাশে গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী।
বগুড়ায় দুর্বৃত্তের হাতে নিহত গণজাগরণ মঞ্চের সংগঠকের দাফন সম্পন্ন : নিজস্ব প্রতিবেদক বগুড়া জানান, দুর্বৃত্তদের হাতে নিহত জেলা গণজাগরণ মঞ্চের সংগঠক ও প্রভাষক জিয়া উদ্দিন জাকারিয়া বাবুর দাফন গতকাল সম্পন্ন হয়েছে। সদর থানার পেছনে রেলঘুমটি এলাকায় সোমবার রাতে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাতেই ৬ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো মিজানুর রহমান, ফুল মিয়া, আবদুল কাফি, ইছহাক, হানিফ ও কাউয়ুম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।