মাগুড়ায় ভাইয়ের অস্ত্রের আঘাতে ভাই সাতক্ষীরায় প্রতিপক্ষের পিটুনিতে বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া ঝালকাঠী, চাঁদপুর, চট্টগ্রাম ও ফটিকছড়ি থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের খবর_
মাগুরা : শ্রীপুর উপজেলার গোয়ালপাড়া গ্রামে শুক্রবার রাতে চাচাতো ভাই ফারুক শেখের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছে স্বপন শেখ। শ্রীপুর থানার ওসি জানান, পারিবারিক বিরোধের জের ধরে ফারুক অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর জখম হয় স্বপন। সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা : জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে নিহত হয়েছেন বৃদ্ধ রজব আলী ঢালি। সদর উপজেলার আখড়াখোলা গ্রামে গতকাল এ হত্যার ঘটনা ঘটে। সদর থানার ওসি জানান, রজব আলীর সঙ্গে একই গ্রামের এনায়েতের বাড়ি নিয়ে বিরোধ চলছিল।
ঝালকাঠি : সদর উপজেলার শ্রীমন্তকাঠী গ্রামের অমূল্য চন্দ্র খরাতি নামে এক ব্যক্তির লাশ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা শ্রীমন্তকাঠী মাদ্রাসা সংলগ্ন রাস্তার পাশে একটি গাছের সঙ্গে অমূল্যের মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। চাঁদপুর : শহরের বিপণীবাগ অতিথি ভিলা থেকে গৃহবধূ হ্যাপীর লাশ গতকাল উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশ গৃহবধূর স্বামী সারোয়ার হোসেন সুমন ও শ্বাশুরিকে আটক করেছে। ফটিকছড়ি (চট্টগ্রাম) : ফটিকছড়ির ভূজপুরে গিয়াস উদ্দিন নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার পাঠিয়ালছড়ি গ্রামের মুখছড়ি বিলের একটি ডোবার পাড় গতকাল লাশটি উদ্ধার করে পুলিশ।
কেরানীগঞ্জ : কেরানীগঞ্জের আড়াকুল নয়ামাটি এলাকায় বালুর মাঠ থেকে টুনি ও ভাগনা এলাকার একটি বাসা থেকে মোৗসুমী নামে দুই গৃহবধূর লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ দুটি সলিমুল্লাহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।