আমাদের কথা খুঁজে নিন

   

কুমিল্লায় ট্রাকচাপায় দুই ভাই নিহত

কুমিল্লার দাউদকান্দিতে ট্রাকচাপায় দুই চাচাত ভাই নিহত হয়েছেন। হবিগঞ্জ ও পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন একজন করে। এ ছাড়া কুষ্টিয়ায় পিকনিকের বাস খাদে পড়ে আহত হয়েছে ২০ শিক্ষার্থী। কুমিল্লা : দাউদকান্দি উপজেলার বলদা খালে গতকাল ট্রাকচাপায় দুই চাচাত ভাই নিহত ও অন্য একজন আহত হয়েছেন। নিহতরা হলেন সুমন মিয়া ও আনোয়ার হোসেন। সকালে বলদা খাল এলাকায় একটি ভ্যানকে পেছন থেকে চাপা দেয় বালুবাহী ট্রাক। এতে ঘটনাস্থলে সুমন ও গৌরীপুর হাসপাতালে নেওয়ার পর মারা যান আনোয়ার। গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। হবিগঞ্জ : সদর উপজেলার নুরপুরে গতকাল যাত্রীবাহী বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কলাপাড়া : কলাপাড়ায় পিকনিকের বাসের চাপায় পথচারী ফজলুল করিমের মৃত্যু হয়েছে। কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ঘুটাবাছা নামক স্থানে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও পলাতক রয়েছেন চালক ও হেলপার। কুষ্টিয়া : কুমারখালীতে বনভোজনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ শিক্ষার্থী আহত হয়েছে। কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে উপজেলার মাসুদ রুমী সেতুর পুবপাশে গতকাল এ ঘটনা ঘটে। যশোরের বাঘারপাড়া পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসযোগে কুষ্টিয়ার শিলাইদহে বনভোজনে যাচ্ছিল। মাসুদ রুমী সেতুর কাজীর মোড়ে নসিমনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.