কোনো দলই প্রয়োজনীয় সংখ্যক আসন না পাওয়ায় দিল্লিতে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটছে না। এবারের নির্বাচনে বিস্ময়কর সাফল্যের অধিকারী আম আদমি পার্টি ইতোমধ্যেই বলে দিয়েছে তারা সরকার গঠনে কারও সহযোগিতা চাইবে না, কাউকে কোনোভাবেই সমর্থন করবে না। এ অবস্থা চলতে থাকলে ছয় মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করে পুনর্নির্বাচনের কোনো বিকল্প থাকবে না বলে দিল্লির রাজনৈতিক মহল মনে করে। বিধান অনুযায়ী রাজ্যের রাজ্যপাল প্রথমে একক সংখ্যাগরিষ্ঠ দলকে ডাকবেন। তারা যদি সরকার গঠনে ব্যর্থ হয় তাহলে সংখ্যার দিক থেকে দ্বিতীয় হয়েছে সেই দলকে সরকার গঠনে আহ্বান জানাবে।
তারাও যদি সরকার গঠন করতে না পারে তাহলে রাজ্যপাল রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি শাসন জারির জন্য অনুরোধ করবেন। আম আদমি পার্টির নির্বাচনী প্রচার কমিটির বৈঠকের পর গতকাল পার্টির নেতা মণিশ সিসোদিয়া জানিয়েছেন, তারা সরকার গঠনে কাউকে সহযোগিতা করবেন না বা কারও সরকার গঠনে সমর্থনও করবে না। তিনি জানিয়েছেন, বিরোধী আসনেই বসার সিদ্ধান্ত নিয়েছেন তারা। দিল্লিতে কোনো দলের কাছেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন (৩৬) নেই। ফলে সরকার কে গড়বে? এখনো তা নিশ্চিত নয়।
জিনিউজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।