আমাদের কথা খুঁজে নিন

   

দিল্লিতে দশকের শীতলতম দিন

গত এক দশকে দিল্লিতে সবচেয়ে শীতলতম দিন ছিল গতকাল। তাপমাত্রা ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে ছিল ঘন কুয়াশা। তার আগের দিন রবিবার দিল্লিতে দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।

আবহাওয়া অফিস জানায়, নতুন বছরের শুরুতেও কুয়াশাচ্ছন্ন অবস্থা অব্যাহত থাকবে।

পাশাপাশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ওই সময়ে তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে। দিলি্লর পাশাপাশি গোটা উত্তর ভারতে শৈত্যপ্রবাহ চলছে। উত্তরপ্রদেশ, বিহার ও লক্ষ্নৌতে এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। পাঞ্জাবের জলন্ধরে রবিবার তাপমাত্রা ছিল ০.৫ ডিগ্রি।

হরিয়ানার হিসাবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ০.৮ ডিগ্রি সেলসিয়াস। এএফপি।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.