গত এক দশকে দিল্লিতে সবচেয়ে শীতলতম দিন ছিল গতকাল। তাপমাত্রা ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে ছিল ঘন কুয়াশা। তার আগের দিন রবিবার দিল্লিতে দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।
আবহাওয়া অফিস জানায়, নতুন বছরের শুরুতেও কুয়াশাচ্ছন্ন অবস্থা অব্যাহত থাকবে।
পাশাপাশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ওই সময়ে তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে। দিলি্লর পাশাপাশি গোটা উত্তর ভারতে শৈত্যপ্রবাহ চলছে। উত্তরপ্রদেশ, বিহার ও লক্ষ্নৌতে এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। পাঞ্জাবের জলন্ধরে রবিবার তাপমাত্রা ছিল ০.৫ ডিগ্রি।
হরিয়ানার হিসাবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ০.৮ ডিগ্রি সেলসিয়াস। এএফপি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।