লেটার মার্কস নিয়ে পাস করল দিলি্লর নতুন সরকার। গত ২৮ তারিখেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে সংখ্যালঘু সরকার হিসেবে শপথ নিয়েছিলেন আম আদমি পার্টির সরকার। স্বভাবতই দিল্লিতে সরকার টিকিয়ে রাখতে গেলে গতকালই ছিল আম আদমি পার্টির সংখ্যাগরিষ্ঠতার প্রমাণের দিন। কারণ ৭০ আসনবিশিষ্ট দিল্লি বিধানসভায় আম আদমি পার্টির দখলে ছিল ২৮ টি আসন। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য দরকার ছিল ৩৬ টি আসন।
সেক্ষেত্রে আপ'এর দরকার ছিল ৮ জন কংগ্রেস বিধায়কের সমর্থন। প্রত্যাশা মতোই এদিন কংগ্রেসের ৮ জন বিধায়কের সমর্থন ছাড়াও নির্দল (১)-এরও সমর্থন আদায় করে নেয়। ফলে আপ'এর পক্ষে ৩৭ জন বিধায়কের সমর্থন যায়। বিপক্ষে বিজেপির ৩১ জন বিধায়ক এবং জেডিইউ-এ এক বিধায়ক ভোট দেয়। গতকাল দুপুরেই কিছু পরেই দিল্লি বিধানসভায় আস্থা প্রস্তাব পেশ করেন মণীশ সিসোদিয়া।
এরপরই সেই প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়। প্রস্তাব পেশ করে সিসোদিয়ার দাবি, দিল্লির জনগণ তাদের নৈতিক সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। বিতর্কে অংশগ্রহণকারী বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক হর্ষবর্ধন আম আদমি পার্টিকে তীব্র আক্রমণ করেন। তার অভিযোগ, কেজরিওয়ালদের দল দেশের পক্ষে বিপজ্জনক। শপথ গ্রহণের দিন মুখ্যমন্ত্রী মেট্রোয় চড়াকেও কটাক্ষ করেন হর্ষবর্ধন।
সন্ধ্যার কিছু পড়ে ভোটাভুটিতে স্পষ্ট হয়ে যায় দিল্লির নতুন সরকারের ভবিষ্যৎ। ১৮ টি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে দিল্লির মসনদে বসেছিল এই সরকার। আস্থা ভোটে জেতার পর এবার ওই বিষয়গুলো নিয়েই কাজ শুরু করতে চলেছে আপ। ইতোমধ্যেই আপ-এর সরকার দিল্লিবাসীকে বিনামূল্যে প্রতিদিন প্রায় ৭০০ লিটার পানি দেওয়ার পাশাপাশি যারা ৪০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ করবে তাদের বিলে ৫০ শতাংশ ছাড়ের কথাও ঘোষণা করেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।