দিল্লি গলফ ক্লাবে বুধবার মোট সাতটি ‘বার্ডি’ (কোনো হোলে পারের চেয়ে এক শট কম খেলা) করেন সিদ্দিকুর। দুইটি ‘বোগি’ও (কোনো হোলে পারের চেয়ে এক শট বেশি খেলা) করেছেন তিনি।
দিনটি দারুণ কেটেছে দিল্লি গলফ ক্লাবেই বেড়ে ওঠা রশিদ খানের। পারের চেয়ে ১১ শট কম খেলে শীর্ষে আছেন তিনি।
গতবছর সিদ্দিকুরের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য এসেছে এই দিল্লি গলফ ক্লাবেই। হিরো ইন্ডিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন বাংলাদেশের প্রথম পেশাদার এই গলফার।
বাংলাদেশের আরো দুইজন গলফার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। প্রথম দিন শেষে পারের চেয়ে এক শট কম খেলে যৌথভাবে ৩৯তম স্থানে আছেন মো. জামাল হোসেন মোল্লা আর পারের চেয়ে এক শট বেশি খেলে যৌথভাবে ৮২তম স্থানে আছেন মো. শাখাওয়াত হোসেন সোহেল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।