আমাদের কথা খুঁজে নিন

   

জামালপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ý

জামালপুর সদর ও সরিষাবাড়ী উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ১১ জন আহত হয়েছেন। এসব ঘটনায় জড়িত অভিযোগে ৫ বিএনপি সমর্থককে আটক করেছে পুলিশ। জানা গেছে, গতকাল সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে হুরমুজ আলীর বাড়িঘরে হামলা চালান বিএনপি সমর্থকরা। এ সময় হুরমুজ, তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূসহ আহত হন পাঁচজন। এদের মধ্যে দুজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে সকালে সরিষাবাড়ীর শিবপুর ও হিরন্ন বাড়ি গ্রামে আওয়ামী লীগ সমর্থক আলতাফ, আবদুল্লাহ, হাফিজুর, মহর উদ্দিন, রিপন ও নূর ইসলামের বাড়ি এবং হালিমের দোকানে দেশীয় অস্ত্রসহ হামলা, ভাঙচুর ও লুটপাট করেন বিএনপি সমর্থকরা। এ সময় রামদার কোপ ও লাঠির আঘাতে আহত হন আওয়ামী লীগ সমর্থক আজগর আলী, আসাদ আলী, ভানু বেগম, আবদুল হাই, নূরুল হুদা ও আবু সাইদ। আহতদের মধ্যে আজগর আলীকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির পক্ষে কাজ ও ভোট দেওয়ায় সরকারি দলের কর্মীরা সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জে কয়েকজন বিএনপি নেতা-কর্মী-সমর্থকের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও তাঁত কারখানা ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বুধবার রাত ও গতকাল এ হামলার ঘটনা ঘটে। রায়গঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভিপি আইনুল হক অভিযোগ করেন, নির্বাচনে হেরে আওয়ামী লীগ ক্যাডাররা ভাতহাড়িয়ায় বিএনপি সমর্থক শরিফুল ইসলামের বাড়ি-ওষুধের দোকান ও মোখলেছুর রহমানের তাঁত কারখানায় ভাঙচুর চালান। ছোনগাছা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের জানান, আওয়ামী লীগ ক্যাডাররা গতকাল জয়নগরের জামিরুল, নুর আলম এবং রাতে ছোনগাছা কারিগর পাড়ার রহিচ উদ্দিনের বাড়ি ভাঙচুর ও যুবদলের এক কর্মীকে মারপিট করে। এছাড়া শহরের রেলওয়ে কলোনির যুবদল নেতা সোহেল, শ্রমিকদল নেতা ফারুক ও ছাত্রদল নেতা জাকিরের বাড়িতেও ভাঙচুর করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.