মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামের এক প্রবাসীর পুত্রকে অপহরণে বাধা দেওয়ায় আবদুল হালিম (৪০) নামের এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত স্কুল শিক্ষক আবদুল হালিম নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং অপহৃত আতাউরের নানা। এ সময় সন্ত্রাসীদের ছোড়া বোমার আঘাতে একেন নামের অপর এক ব্যক্তি আহত হন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে গ্রামের দক্ষিণ আফ্রিকা প্রবাসী আলিফ হোসেনের বাড়িতে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী বাড়ি ঘেরাও করে তার ছেলে ৪র্থ শ্রেণীর ছাত্র আতাউরকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তার পরিবার ও আশেপাশের লোকজন চিৎকার করলে আবদুল হালিম সন্ত্রাসীদের ধাওয়া করে। সন্ত্রাসীরা আবদুল হালিমকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গ্রামবাসী সম্মিলিতভাবে ধাওয়া করলে পরপর ৩টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে ছেলেটিকে নিয়ে পালিয়ে যায়। এ সময় একেন নামের এক ব্যক্তি আহত হন। এলাকাবাসীর ধারণা করছে সন্ত্রাসীরা আতাউরকে অপহরণ করে ভারতে নিয়ে গেছে। এদিকে, পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।