আমাদের কথা খুঁজে নিন

   

সোহরাওয়ার্দীতে অনুমতি মেলেনি থানা পর্যায়

বিরোধী দলের কর্মসূচি বানচাল করতে সরকার নিজেদের সাজানো প্রশাসনকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করে শীঘ্রই সরকারের বিরুদ্ধে 'দুর্বার' আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দেন। একই সঙ্গে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে পুলিশের অনুমতি না পাওয়ায় আজ রাজধানীর সব থানায় ১৯ দলের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন তিনি। দুই দফা তারিখ দিয়েও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পায়নি ১৯ দল। প্রথম দফায় একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের কারণে ১ ফেব্রুয়ারি এবং পরদিন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের কারণ দেখিয়ে দ্বিতীয় দফা সমাবেশের তারিখ পেছানো হয়। শনিবার ঘোষণা করা হয়েছিল, সোমবার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশটি দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। রিজভী আহমেদ বলেন, মানুষের বাক-ব্যক্তি ও বিবেকের স্বাধীনতাকে কঠিন লৌহ শৃঙ্খলে বন্দী রাখার অপচেষ্টা কখনোই সফল হবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.