আমাদের কথা খুঁজে নিন

   

নারী বিজ্ঞানীরা বঞ্চিত

যুক্তরাজ্যের নারী বিজ্ঞানীরা বিশ্বের সবচেয়ে মারাত্মক কয়েকটি রোগের চিকিৎসাপদ্ধতি আবিষ্কারের জন্য কাজ করছেন। কিন্তু প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে গিয়ে তাঁরা পুরুষ বিজ্ঞানীদের তুলনায় কম ও ক্ষুদ্রতর অঙ্কের আর্থিক সহায়তা পাচ্ছেন। নতুন এক গবেষণায় এ তথ্য প্রকাশিত হয়েছে।
অনলাইন সাময়িকী ‘বিএমজে ওপেন’ জানায়, ১৯৯৭ থেকে ২০১০ সাল পর্যন্ত বিভিন্ন গবেষণার জন্য ছয় হাজারের বেশি তহবিল মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে চার ভাগের এক ভাগেরও কম বরাদ্দ দেওয়া হয়েছে নারী বিজ্ঞানীদের নেতৃত্বে পরিচালিত গবেষণাকর্মের জন্য।

একই সময়ে পুরুষ বিজ্ঞানীরা পেয়েছেন প্রায় ১৮০ কোটি ব্রিটিশ পাউন্ডের সমপরিমাণ তহবিল। কিন্তু নারী বিজ্ঞানীদের দেওয়া হয়েছে ৪৮ কোটি ৮০ লাখ পাউন্ড। নারী বিজ্ঞানীদের নেতৃত্বে পরিচালিত গবেষণাকর্মের জন্য বরাদ্দ ছিল এক লাখ ২৫ হাজার ৫৫৬ পাউন্ড। আর পুরুষ বিজ্ঞানীদের নেতৃত্বে গবেষণার জন্য এক লাখ ৭৯ হাজার ৩৮৯ পাউন্ড তহবিল দেওয়া হয়।
এই গবেষণার ফলাফল যুক্তরাজ্যের বৈজ্ঞানিক সংস্থাগুলোর জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে।

ক্যাম্পেইন ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক সারা মেইন বলেন, নারীদের বিজ্ঞানবিষয়ক পেশায় আকৃষ্ট করা এমনিতেই কঠিন। এ পরিস্থিতিতে তাঁদের প্রতি বঞ্চনা অগ্রহণযোগ্য। ইনডিপেনডেন্ট।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.