বাংলাদেশে যত অরজকতা তার মূলে হচ্ছে বিচারপতিরা। এই বিচারপতিরা এদেশটাকে ধ্বংস করে ছাড়বে। কি দরকার ছিলো তত্ত্ববধায়ক সরকার নিয়ে খায়রুল হকের পল্টি মারা রায় লেখার। ওপেন কোর্টে ঘোষণা দিলেন আগামী দুই বছর তত্ত্ব সরকার রাখা উচিত। কিন্তু পুর্নাঙ্গ রায়ে পুরো পল্টি মেরে বলে দিলেন এ ধরনের সরকার ব্যবস্থা রাখা অবৈধ।
এক মুখে কত কথা। দেশ এখন খায়রুল বিচারপতির সৃষ্ট পল্টি মারা রায় নিয়া অচল হয়ে আছে।
কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর এমন এক সময় এক বিচারপতি মাহামুদ হোসেন এক তরফা শুনানিতে ফাঁসি স্থগিত করে দিলেন। মাননীয় বিচারপতি কি এমন নতুন তথ্য প্রমাণ আনলো ওই নরঘাতক জামাতিরা যে আপনি তাদের ন্যায়বিচারের দেবার আশায় শেষ রাতে এই ভেল্কিবাজি জাতিকে দেখাচ্ছেন। মাননীয় বিচারপতি নিজেদের কেনো পুরো জাতির সামনে বিতর্কিত করছেন।
যে কাদের মোল্লা নিজ হাতে শত শত লোক হত্যা করছে। তার প্রতি এত দরদ কেনো? নাকি কাদের মোল্লাদের বংশের সাথে আপনাদের গোপন আত্মীয়তা আছে। বাংলাদেশের কত মানুষ আপনাদের কাছে বিচার চাইতে পারেনা। অর্থের কারণে আপনাদের ন্যায়িবচার থেকে বঞ্চিত হচ্ছে । সেটার জন্য আপনাদের মন কাদে না।
আপনাদের মন কাদে কাদের মোল্লার জন্য। ধিক্কার এসব বিচারপতিদের। ধিক্কার বাংলাদেশের বিচার ব্যবস্থা। নোংরা রাজনীতির ক্রিড়ানক হয়ে ইতিহাসের লেখা থাকবে এই বিচার বিভাগের নাম। এখনও সময় আছে এসব রিভিউ ফিবিউ খারিজ করে দ কসাই কাদেরকে ফাঁসি দিয়ে দেন।
আর সময় নষ্ট করবেন না। অনেক হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।