সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহীদেরকে সামরিক সরঞ্জাম এবং চিকিৎসা সহায়তা দেয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে বন্ধ হয়নি মানবিক সাহায্য।
সিরিয়ায় ইসলামিক ফ্রন্টের যোদ্ধারা পশ্চিমা-সমর্থিত বিদ্রোহী দল ‘ফ্রি সিরিয়ান আর্মির কয়েকটি ঘাঁটি দখল করে নেয়ার পর সহায়তা বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হয় বলে আঙ্কারায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
সিরিয়ায় বিদ্রোহী দলগুলোর নতুন জোট ইসলামিক ফ্রন্টের যোদ্ধারা গত সপ্তাহে তুরস্ক সংলগ্ন বাব আল-হাওয়া সীমান্ত পারাপার এলাকায় এফএসএ জোটের যোদ্ধাদের হটিয়ে দিয়েছে।
এ ঘটনার পরই প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদেরকে ওষুধ, সামরিক যান, যোগাযোগের যন্ত্রপআতি, দেহবর্ম, রাতে দেখার গগলস প্রভৃতি সরবরাহ বন্ধের ঘোষণা এল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।