জেনেভায় সিরিয়া ইস্যুতে শান্তি আলোচনা চলছে। এই প্রথমবারের মতো সিরিয়ার বিরোধী দল ও সরকার পক্ষ এক কক্ষে মুখোমুখি হতে যাচ্ছে।
এদিকে জাতিসংঘের প্রতিনিধি লাখদার ব্রাহিমি জানান, শনিবার দুই পক্ষ পাশাপাশি বসে আলোচনা করবে। সিরিয়াকে বাঁচাতে যে এই আলোচনা হচ্ছে তা উভয় পক্ষই বুঝতে পেরেছে।
অজ্ঞাত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, আগামী দুই দিন উভয় পক্ষই হোমস শহরে মানবিক সাহায্যের ব্যাপারে আলোচনা করবেন।
এর আগে প্রথম দিনের আলোচনা কোনো ধরনের আলাপ-আলোচনা ছাড়াই শেষ হয়। উভয়েই একে অপরকে দোষারোপ করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।