আমাদের কথা খুঁজে নিন

   

আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক: টুকু

বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বড়দিন ও নতুন বছরের প্রথম প্রহর উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তবে রায় কার্যকর বা ‘রিভিউ’ আবেদন খারিজ হওয়া প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রতিমন্ত্রী।
রায় কার্যকরকে কেন্দ্র করে সারা দেশে জামায়াত-শিবিরের নাশকতা ঠেকাতে কি ব্যাবস্থা নেয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, “আমি এ বিষয় নিয়ে সভা করেছি। সভার বাইরে কিছু বলব না। তবে সারা দেশে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা হচ্ছে।




৫ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর গত ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ সাজা বাড়িয়ে ফাঁসির আদেশ দেয়।
এর আড়াই মাসের মাথায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে সরকারের পক্ষ থেকে মঙ্গলবার মধ্যরাতে দণ্ড কার্যকরের উদ্যোগ নেয়া হয়। কিন্তু আসামিপক্ষের আবেদনে সুপ্রিম কোর্টের চেম্বার জজ এক আকস্মিক আদেশে তা স্থগিত করে দেন।
মঙ্গল ও বুধবার আসামিপক্ষের রিভিউ আবেদনের ওপর শুনানি শেষে তা নাকচ করে দেয় আপিল বিভাগ।     
এদিকে মঙ্গলবার রায় কার্যকরের উদ্যোগ নেয়ার পরপরই দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা চালায় জামায়াতকর্মীরা; চলে ভাংচুর-অগ্নিসংযোগ, বোমাবাজি।

 
বুধবার হরতাল ডাকার পাশাপাশি দলটি হুমকি দেয়, তাদের নেতার ফাঁসি হলে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু নিশ্চিত হবে। বুধবার রিভিউ আবেদন নাকচ হয়ে যাওয়ার পর আদালত প্রাঙ্গণে মিছিল করে একই ধরনের স্লোগান দেয় জামায়াত সমর্থক আইনজীবীরা।
আইন-শৃঙ্খলা বিষয়ক সভা প্রসঙ্গে শামসুল হক টুকু বলেন, বড়দিন ও ‘থার্টি ফার্স্ট নাইটে’ দেশের সব গীর্জা ‘নিরাপত্তার চাদরে’ ঢেকে দেয়া হবে।
সম্প্রতি দুই বিচাপতি এস কে সিনহা এবং ট্রাইব্যুনালের বিচারপতি এটিএম ফজলে কবীরের বাড়িতে হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, হামলাকারীদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। জামায়াত-শিবিরের কয়েকজন কর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে।


তিনি বলেন, “যারা সারা দেশে যেখানে সেখানে নাশকতা সৃষ্টি করছে, জনগণকে তাদের বিরুদ্ধে রুখে দাড়িয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করতে হবে। ” 
বড়দিন ও নতুন বছরের প্রথম প্রহরে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি না দিতে সব দলের প্রতি আহবান জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।  
বিজিবির মহা পরিচালক আব্দুল আজিজ, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মাইনুদ্দিন আহমেদ, পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক শহিদুল হকসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধতন কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.