আমাদের কথা খুঁজে নিন

   

একদিন তুমি হেমন্তের পথে হেঁটে হেঁটে হিম হয়েছিলে প্রেমে



একদিন তুমি হেমন্তের পথে হেঁটে হেঁটে হিম হয়েছিলে প্রেমে [শাফিক আফতাব] একদিন তুমি হেমন্তের পথে হেঁটে হেঁটে হিম হয়েছিলে প্রেমে কাটা ধান খেতে নাড়া নুড়ি খড় খোলস আর শিশিরের জল পড়েছিলো একদিন তুমি আমাকে নিয়ে গিয়েছিলে অথই অগাধ অসীমে তোমার বুকের পরে গোল চাঁদ উঠেছিলো। একদিন তুুমি অঘ্রাণের ঘ্রাণে প্রাণে দিয়েছিলে শিশিরভেজা গোলাপ গোলাপজলের সুবাসে বাতাসে তোমার শ্বাস ঝুরঝুর ফুল হয়েছিলো নিশিরাতে তোমার সাথে আমার হয়েছিলো গোপণ সংলাপ মনের থেকে সেদিন একটা ভার নেমেছিলো। একদিন তুমি তোমার অভিধান ধার দিয়েছিলো বলেছিলো নাক ডুবে দিয়ে অধ্যয়নে যেন মনীষা সঞ্চয় করি সেইদিন তুমি হাতে হাত রেখেছিলে মনে হয়েছিলো তুমি যেন কোন কাননের আমার নিশিপরি। একদিন তুমি অনুপ্রবেশের অনুমতি দিয়েছিলো রাজ দরবারে প্রতি বছর ঘুরেফিরে দিনটি আসে ডিসেম্বরের প্রথম রোববারে। ১৩.১২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.