অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে যেন অসহায় আত্দসমর্পণ করেছে সফরকারী ইংল্যান্ড। দুই ম্যাচেই হেরেছে বড় ব্যবধানে। পার্থ টেস্টের প্রথম দিনটিও ছিল স্বাগতিকদের দখলে। তবে দ্বিতীয় দিনে এসে লড়াইয়ের আভাস দিয়েছে ইংল্যান্ড। কাল সকালের সেশনে মাত্র ৫৯ রানের মধ্যেই অস্ট্রেলিয়ার শেষ চার ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠায় ইংলিশ বোলাররা।
ক্লার্কদের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩৮৫ রানে। ব্যাটিং করতে নেমে অধিনায়ক অ্যালিস্টার কুকের হাফ সেঞ্চুরিতে দিন শেষে চার উইকেটে ১৮০ রান করেছে ইংল্যান্ড। এখনো তারা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে ২০৫ রানে পিছিয়ে। স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে প্রথম দিনটা নিজের করেই নিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু দ্বিতীয় দিনে লড়াই হয়েছে সমানে সমান।
আগের দিনের ছয় উইকেটে ৩২৬ রান নিয়ে কাল খেলা শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু দলীয় খাতায় কোনো রান যোগ হওয়ার আগেই মিচেল জনসনকে সাজঘরে পাঠিয়ে দেন ইংলিশ বোলার স্টুয়ার্ট ব্রড। আগের দিন সেঞ্চুরি পূরণ করা স্মিথও বেশি দূর যেতে পারেননি। ১১১ রানের মাথায় এই অসি তারকা অ্যান্ডারসনের শিকার হন। তারপরেও শেষের দিকে হ্যারিস, লায়ন ও সিডলের ছোট ছোট পার্টনারশিপে শেষ পর্যন্ত ৩৮৫ রান করে অস্ট্রেলিয়া।
স্টুয়ার্ট ব্রড নিয়েছেন তিন উইকেট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।