আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় দল হোয়াইটওয়াশ

জাতীয় দলকে নিয়ে রীতিমতো ছেলেখেলা খেলেছে বাংলাদেশ 'এ' দল। প্রথম দুই ম্যাচ জিতে টি-২০ চ্যালেঞ্জ সিরিজ আগেভাগেই নিশ্চিত করে নিয়েছিল নাসির হোসেনের 'এ' দল। গতকাল ছিল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। সেই ম্যাচ আরও সহজে এবং বড় ব্যবধানে জিতেছে নাসিরবাহিনী। মিথুন আলী ও মুমিনুল হক সৌরভের জোড়া হাফসেঞ্চুরিতে ৩.৩ ওভার হাতে রেখে ৮ উইকেটে বড় ব্যবধানে জিতেছে নাসিরবাহিনী।

তিন ম্যাচ সহজে জিতে নাসিরবাহিনী হোয়াইটওয়াশ করেছে মুশফিকুর রহিমের জাতীয় দলকে।

প্রথম ম্যাচ জাতীয় দল হেরেছিল ১২ রানে। দ্বিতীয় ম্যাচে মুশফিকবাহিনীকে একাই দুমড়েমুচড়ে দেন নাসির। ব্যাট ও বল হাতে অসাধারণ পারফরম্যান্স করে ৬ উইকেটে জয়ী করে সিরিজ জেতান। গতকাল শেষ ম্যাচে ব্যাটিং করেননি নাসির।

কিন্তু তার দল আরও সহজ এবং বড় ব্যবধানে হারিয়েছে মুশফিকের জাতীয় দলকে। গতকাল প্রথমে ব্যাট করে জাতীয় দল। ২১ রানে দুই ওপেনার সৌম্য সরকার ও এনামুল হক বিজয়কে হারানোর পরও ২০ ওভারে ৯ উইকেটে ১৮৮ রান করে মুশফিকবাহিনী। নিউজিল্যান্ডের বিপক্ষে নার্ভাস নাইনটিজের শিকার শামসুর রহমান শুভ ৩৭ রান করেন মাত্র ১২ বলে ৪ চার ও ৩ ছক্কায়। স্ট্রাইক রেট অবিশ্বাস্য ৩০৮.৩৩! আগের দুই ম্যাচের মতো গতকালও ধারাবাহিক পারফরম্যান্স করেছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিক।

আগের ম্যাচ দুটিতে ৩১ ও ৩৬ রান করেছিলেন টাইগার অধিনায়ক। গতকাল করেন দলীয় সর্বোচ্চ ৩৮। ২৪ বলের ইনিংসটিতে ছিল ৪ চার ও ২ ছক্কা। জাতীয় দল ১৮৮ রানের সম্মানজনক স্কোর গড়ে মূলত শেষ দিকে বাঁ হাতি ব্যাটসম্যান আব্দুর রাজ্জাক রাজের আক্রমণাত্দক ব্যাটিংয়ে। রাজ্জাক ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মাত্র ১৫ বলে।

২৪০ স্ট্রাইক রেটের ইনিংসটিতে ছিল ৩টি চার ও সমান সংখ্যক ছক্কা। দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় আঘাত পেলেও গতকাল খেলেছেন মাশরাফি বিন মর্তুজা। ১৭ রান করেন ১৬ বলে। বোলিংয়ে ৩ ওভারে রান দেন ৩০। জাতীয় দলের ব্যাটসম্যানরা মোট ছক্কা মারেন ১০টি।

১৮৯ রানের টার্গেটে খেলতে নেমে এ দলের দুই ওপেনার মার্শাল আইয়ুব ও মুমিনুল হক ৬.২ ওভারে ৭৪ রানের ভিত দেন। মার্শাল ৩৭ রানে ফিরলেও মুমিনুল খেলেন ৫৫ রানের প্রত্যয়ী ইনিংস। মুমিনুলের ২৩৯.১৩ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজানো ছিল মাত্র ২৩ বলে ৯ চার ও ২ ছক্কায়। ম্যাচ সেরা মিথুন আলীর সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ১৩ রান যোগ করে সাজঘরে ফিরেন মুমিনুল। এরপর তৃতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে ১০৩ রান যোগ করে দলকে বড় জয় উপহার দেন মিতুন ও সাবি্বর রহমান রুম্মন।

মিথুন ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন ২২৩ স্ট্রাইক রেটে ৩০ বলে। যেখানে ছিল ৩টি চার ও ৬টি ছক্কা। ৩৭ রানে অপরাজিত থাকা রুম্মন বল খরচ করেন ২৭। সব মিলিয়ে এ দলের ব্যাটসম্যানরা ছক্কা হাঁকান ৮টি। জাতীয় দলের পক্ষে দুটি উইকেট নেন আল-আমিন।

গতকাল ফিল্ডিং করার সময় আহত হয়ে মাঠ ছাড়েন শামসুর রহমান। হোয়াইটওয়াশ হয়ে হতাশ জাতীয় দলের অধিনায়ক মুশফিক, 'হেরে অবশ্যই হতাশ। আমরা জেতার জন্যই খেলেছিলাম। তবে এ দল খুব ভালো ক্রিকেট খেলেছে। তাদের দলের অধিনায়ক ক্রিকেটারই জাতীয় দলের।

' অপরদিকে সিরিজ জিতে উচ্ছ্বসিত এ দলের অধিনায়ক নাসির।

 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ১৮৮/৯, ২০ ওভার ( এনামুল হক বিজয় ১৩, শামসুর রহমান শুভ ৩৭, মুশফিকুর রহিম ৩৮, মাহমুদুল্লাহ রিয়াদ ১৪, সোহাগ গাজী ২০, মাশরাফি বিন মর্তুজা ১৭, আব্দুর রাজ্জাক রাজ ৩৬*। আরাফাত সানী ২/৩৫, ইলিয়াস সানী ২/৩৩, নাসির হোসেন ২/৪০, মুক্তার আলী ৩/২১)।

 

বাংলাদেশ 'এ': ১৯০/২, ১৬.৩ ওভার (মার্শাল আইয়ুব ২৫, মুমিনুল হক সৌরভ ৫৫, মিথুন আলী ৬৭*, সাবি্বর রহমান রুম্মন ৩৭*।

আল-আমিন ২/২৮)।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.