জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান (জাফর-মসি) কাজী জাফর আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান প্রশাসন ইতিহাসে পাগলের প্রশাসন হিসাবে অভিহিত হবে। তিনি বলেন, ইতোমধ্যে অসাংবিধানিক কিছু হওয়ার গুঞ্জণ শোনা যাচ্ছে। আজ রবিবার দুপুরে তার গুলশানের বাসায় সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
অবিলম্বে নির্বাচনের তফসিল স্থগিতের দাবি জানিয়ে কাজী জাফর বলেন, দেশে নির্বাচনের নামে তামাশা চলছে। বিনা প্রতিদ্বন্ধিতায় ১৫১ জন নির্বাচিত হওয়া ইতিহাসে নজীরবিহীন। তিনি বলেন, চলমান সংকটের অবসান না হলে পরিস্থিতি রাজনীতিবিদদের নাগালের বাইরে চলে যেতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।