আমাদের কথা খুঁজে নিন

   

আজহারের অভিযোগ গঠনের আদেশ রিভিউর আবেদন খা

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে গঠন করা অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আসামিপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। গতকাল এ আবেদনের শুনানির দিন নির্ধারিত থাকলেও আজহারের প্রধান আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক ট্রাইব্যুনালে হাজির না থাকায় আবেদন খারিজ করেন বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ১ ডিসেম্বর আজহারের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করে আসামিপক্ষ। এরপর থেকে শুনানির জন্য নির্ধারিত প্রতিটি তারিখেই ব্যারিস্টার আবদুর রাজ্জাকের অনুপস্থিতিতে সময়ের আবেদন করা হয়। ৫ ডিসেম্বর আজহারের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন। ১৯ ডিসেম্বর থেকে তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য রয়েছে। এর আগে ১২ নভেম্বর আজহারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। আজহারের বিরুদ্ধে গণহত্যা, লুণ্ঠন, ধর্ষণ, নির্যাতন, আটক, অপহরণ, গুরুতর জখম ও অগি্নসংযোগের অভিযোগ রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.