আমাদের কথা খুঁজে নিন

   

হকি স্টিক কেনা নিয়ে অনিয়মের অভিযোগ

হকির স্টিক কেনা নিয়ে গুঞ্জনের শেষ নেই। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হবে স্কুল হকি। কিন্তু ছেলেদের মাঠে নামাতে স্টিকের প্রয়োজন রয়েছে। বাজারে একেকটি স্টিকের যে দাম তা অনেকের পক্ষে কেনা সম্ভব নয়। তাই হকি ফেডারেশন স্টিক সরবরাহের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দরপত্রের আহ্বান করে। এখানেই নাকি স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হয়েছে। সব স্টিক ক্রয় করতে প্রায় কোটি টাকা খরচ পড়বে। দেশের পরিচিত ক্রীড়াসামগ্রীর দোকান শাহ স্পোর্টস মূলত হকিতে স্টিক ও বল সরবরাহ করে। এবারও তারা কাজ পাওয়ার আশায় দরপত্র জমা দিয়েছিল। দাম ও কোয়ালিটি সবকিছু ঠিক থকার পরও তাদেরকে টপকে নাকি অন্য এক অচেনা প্রতিষ্ঠানকে স্টিক সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। যার নেপথ্য ছিলেন জাতীয় দলের পাকিস্তানি কোচ নাভিদ আলম। বলা হচ্ছে বড় ধরনের কমিশন থাকাতে নাভিদ এ কাজ করেন।

ঘটনা সত্য কিনা এ ব্যাপারে ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ বলেন, হ্যাঁ, হকির সবকিছুই শাহ স্পোর্টস সরবরাহ করত। এবার স্টিকের মূল্য ও কোয়ালিটি পছন্দ না হওয়াতে আমরা সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছি। আর কোচ নাভিদ আলম এখানে কোনো খবরদারি করছেন না। আমরাই তাকে বলেছি, স্টিকের মান যাচাই করতে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.