আমাদের কথা খুঁজে নিন

   

পাবিপ্রবিতে নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সদ্য বিদায়ী উপাচার্য প্রফেসর ড. মোজাফফর হোসেনের নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গতকাল বিক্ষোভ করেছে ছাত্রলীগ। এ সময় তারা ডেপুটি রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্মকে লাঞ্ছিত করে প্রশাসনিক ভবন থেকে বের করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, সদ্য বিদায়ী উপাচার্য পাবিপ্রবিতে যোগদানের পর বিপুলসংখ্যক শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী অনিয়মতান্ত্রিকভাবে নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটি দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। তার অনিয়মের প্রতিবাদেই এ কর্মসূচি। পাবিপ্রবির প্রক্টর কামরুজ্জামান জানান, কয়েকজন যুবক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিক্ষোভ প্রদর্শন ও গালিগালাজ করছে এমন খবর পেয়েছি। ডেপুটি রেজিস্ট্রার বিজন কুমার তাকে লাঞ্ছিত করার বিষয়টি অস্বীকার করে জানান, কিছু শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে এসে কর্মকর্তাদের গালিগালাজ করে। কেন তারা এমন আচরণ করেছে বিষয়টি তার কাছে পরিষ্কার নয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ জানান, ডেপুটি রেজিস্ট্রার লাঞ্ছিত ও বিক্ষোভের ঘটনায় ছাত্রলীগ জড়িত নয়। সাবেক ভিসির অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা এ কাজ করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.