আমি মুক্ত মনের মানুষ
ভোটারবিহীন এমপি নির্বাচনের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট নাগরিকেরা। তারা বলছেন, আওয়ামী লীগ যে নির্বাচন করছে তা অর্থহীন এবং হাস্যকর ও অগ্রহণযোগ্য। এটা ইলেকশন নয়, সিলেকশন। দেশের বর্তমান সঙ্কট থেকে উত্তরণের উপায় ও ভোটারবিহীন নির্বাচন সম্পর্কে খোলামেলা কথা বলেছেন বিশিষ্টজনেরা। তারা বলেন, ভোটার ছাড়াই ভোট এবং ভোটারবিহীন নির্বাচন কেউ আশা করে না।
জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে এ নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। এতে দিন দিন অশান্তি বাড়বে।
তারা আরো বলেন, বর্তমান সমস্যার সমাধানে দেশের প্রধান দুই রাজনৈতিক দল ও সুধী সমাজকে বসে চিন্তা করা দরকার। কাউকে বাদ দিয়ে নয়, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হলেই কেবল দেশে গণতন্ত্র শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। স্বাধীনতার ৪২ বছর পরে এসে বলতে হচ্ছে- দেশ সত্যিকারের স্বাধীন হয়নি।
অর্থনৈতিকভাবেও স্বাধীন হয়নি। বর্তমান অবস্থায় স্বাধীনতার স্বপ্ন ধূলিসাৎ হতে চলেছে বলে মন্তব্য দেশের বিশিষ্টজনদের।
প্রবীণ আইনবিদ ব্যারিস্টার রফিক-উল হক বলেন, নির্বাচনের আগেই সরকার দুই গোল দিয়ে ফেলেছে। একদলীয় নির্বাচন সবাই দিয়েছে। শেখ সাহেব যেটা দিয়েছিলেন সেটা নির্বাচন ছিল কিন্তু তখন সিলেকশন হয়নি।
বর্তমানে যেটা হচ্ছে সেটা সিলেকশন, ইলেকশন নয়। ভোটার ছাড়া ভোট এবং ভোটারবিহীন নির্বাচন। এটা আমরা আশা করি না। এতে দিন দিন অশান্তি বাড়বে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।