আমাদের কথা খুঁজে নিন

   

অশান্তি



তাকে ভালোবাসা যায়।
তাকে ভালোবাসাও দায়।
বলতে পারা ভালোবাসি
এলোমেলো কথায়।

তাকে ছুইতে যে মন চায়।
জানি সেও তো অন্যায়।


বন্ধু ভেবে বাড়ানো সে হাত
অমনি কী ছোয়া যায়?

তাকে হারিয়ে ফেলা যায়।
জানি হারানোও তো দায়।
বুঝিয়ে দেয়া চাই না তোমায়
মিথ্যে কথায়।

আমার রাগতেও মন চায়।
জানি এটাও হবার নয়।


পুরুষ আমি এই টুকুতেই
রাগা শোভা পায়?

আমি কী করি যে হায়?
দিন তো এভাবেই কেটে যায়।
কবিতা পড়ে কবির মনের
অশান্তি কি বোঝা যায়?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.