আমাদের কথা খুঁজে নিন

   

চীনকে হুমকি দিল যুক্তরাষ্ট্র

পূর্ব চীন ও দক্ষিণ চীন সাগরে বিমান শনাক্তকরণ এলাকা বা এডিআইজেড প্রতিষ্ঠা নিয়ে চীনকে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। পূর্ব চীন সাগরের বিতর্কিত দিয়াওয়ু দ্বীপপুঞ্জও রয়েছে এ প্রতিরক্ষা জোনে। গত ২৩ নভেম্বর এডিআইজেড ঘোষণা করে বেইজিং। চীন এখন নতুন করে প্যারাসেল দ্বীপকে অন্তর্ভুক্ত করবে যা হবে পুরো প্রতিরক্ষা অঞ্চলের কেন্দ্র। এ খবর দিয়েছে জাপানের আসাহি শিম্বুন পত্রিকা। এ সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দফতরের সহকারী মুখপাত্র মেরি হার্ফ শুক্রবার বলেছেন, এ ধরনের যে কোনো উদ্যোগকে উসকানিমূলক ও একতরফা পদক্ষেপ বলে বিবেচনা করা হবে। এ ধরনের পদক্ষেপের ফলে উত্তেজনা দেখা দেবে এবং আঞ্চলিক দ্বীপ নিয়ে সৃষ্ট বিতর্ক কূটনীতির মাধ্যমে সমাধান করার বিষয়ে চীনের আন্তরিকতা নিয়েও মারাত্দক প্রশ্ন উঠবে। অবশ্য তিনি জাপানি পত্রিকার ওই প্রতিবেদনকে অসমর্থিত বলে উল্লেখ করেন। ওয়েবসাইট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.