আমাদের কথা খুঁজে নিন

   

সংখ্যালঘুদের ওপর হামলা

কাদের মোল্লার ফাঁসির পর সারা দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর চড়াও হওয়ার প্রবণতা বাড়ছে। একের পর এক ঘটনা জনমনে নানা আশঙ্কা সৃষ্টি করছে। সংখ্যালঘুদের মধ্যে দেখা দিচ্ছে নিরাপত্তাহীন মনোভাব। গত সোমবার নোয়াখালীর হাতিয়ার সুখচর ইউনিয়নের চর আমানউল্লাহ গ্রামে রাধাগোবিন্দ মন্দিরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পরদিন মঙ্গলবার রাতে শরীয়তপুর সদর উপজেলার গঙ্গানগর সিদ্ধেশ্বরী মন্দিরের চালের ওপর দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। বগুড়ার দুপচাঁচিয়ায় সংখ্যালঘু অধ্যুষিত একটি গ্রামে গত বুধবার ভোরে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এসব ঘটনার মধ্যে নোয়াখালীতে মন্দিরে অগি্নসংযোগ করার জন্য পুলিশ এক জামায়াত কর্মীকে আটক করার কথা জানিয়েছে। তবে জামায়াতের দাবি, আটককৃত ব্যক্তি তাদের কর্মী নয়। রাজনৈতিক সংঘাতের এই দুঃসময়ে একটি বিশেষ সম্প্রদায়ের ওপর চড়াও হওয়ার ঘটনা দুর্ভাগ্যজনক। বাংলাদেশকে বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জার সহাবস্থান চলে আসছে শত শত বছর ধরে। এই সম্প্রীতিকে যারা নষ্ট করার ষড়যন্ত্র করছে তারা দেশ ও জাতির সর্বনাশ সাধনেরই চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের মানুষের পর ধর্মসহিষ্ণুতার ঐতিহ্যকে লণ্ডভণ্ড করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা। এই অপচেষ্টার বিরুদ্ধে জাতি ধর্ম দল মত নির্বিশেষে সব বিবেকবান মানুষকেই এগিয়ে আসতে হবে। দেশের রাজনৈতিক সংকটে সংখ্যালঘুরা কোনো বিশেষ পক্ষ নয়। অন্য সবার মতো তারাও চান দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। আন্দোলনের নামে কিংবা আন্দোলনকারীদের ভাবমূর্তি নষ্ট করতে সংখ্যালঘুদের ওপর হামলা হলে তা খারাপ নজির হিসেবে বিবেচিত হবে। আমরা আশা করি, এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ভূমিকা পালন করবে। সব রাজনৈতিক দলেরও দায়িত্বশীল ভূমিকা কাম্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.