i love somewhere blog.
রামপালের কয়লা বিদ্যুত উৎপাদন প্লেন্ট করতে দেওয়া হবে না। কারণ এই রামপালের কয়লা ভিত্তিক বিদ্যুত উৎপাদন পরিবেশ নষ্ট করবে, সুন্দরবনের কাছে কাছি হওয়ায় সুন্দর বন ধ্বংস হয়ে যাবে।
আর এই পরিবেশবাদীদের সাথে কন্ঠসুর মিলিয়েছে রাজনৈতিকবাদী ও দুর্নীবাদীরাও। সরাসরি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন বি,এন,পি নেত্রী খালেদা জিয়া, আগামীতে যদি বি,এন,পি ক্ষমতায় যেতে পারে, সুন্দরবন বাচাঁতে রামপালের বৈদ্যুত উৎপাদ প্লান্টটি বাতিল করা হবে।
এই সব সুবিধাবাদী ও রাজনৈতিক আবেশে বশবর্তী পরিবেশবাদী ও সেইসব রাজনৈতিক দল ও নেত্রীর কাছে প্রশ্ন।
সুন্দরবনের পার্শ্বে রামপাল বিদ্যুত উৎপাদন কেন্দ্র হলে পরিবেশের ক্ষতি হবে। কিন্তু জামাত শিবির কর্তৃক রাস্তা অবরোধ করার জন্য যে ভাবে মাইলেরপর মাইল রাস্তার পার্শ্বে লক্ষ লক্ষ গাছ কাটা হচ্ছে কোথায় এখন সেই সব পরিবেশবাদীরা?
কোথায় এখন নুরুল কবির?
কোথায় এখন পিয়াস করিম?
কোথায় এখন মাহফুজ আনাম?
কেথায় এখন শাহদীন মালিক?
কেথায় এখন আসিফ নজরুল?
কোথায় এখন পরিবেশ রক্ষার জন্য সর্বোচ্চ আলোচিত ও অধ্যাপক আনু মুহাম্মদ?
যারা রামপালের বিদ্যুত কেন্দ্রের জন্য আওয়ামীলীগের চৌদ্দ গোষ্টীকে তুলোধুনো করতো টিভি টকশোতে। কোথায় এখন সেই সব বুদ্ধিজীবি ও পারিবেশবাদী ও রাজনৈতিক ব্যাক্তিগণ?
>এই সবগাছ শুধু আওযামীলীগে নয়।
>গাছ সাবর সম্পত্তি।
> গাছ কোন রাজনৈতিক দল সমর্তন করেনা।
> গাছ বি,এন,পি জামাত, আওয়ামীলীগ সবার জন্য সমান অক্সিজেন দেয়।
> গাছ হতে প্রাপ্ত ছায়া আর জ্বালানি সবাই ভোগ করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।