আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রলীগ নামধারী জংঙ্গি সংগঠনকে কুত্তালীগ বলে কুকুরদের অবমাননা না করার অনুরোধ



সম্প্রতি ছাত্রলীগ নামধারী বিশ্বের অন্যতম জংঙ্গি সংগঠন টিকে অনেকেই কুত্তালীগ বলে গালী দিচ্ছেন। যা কুকুর সমাজের জন্য মানহানিকর। কুকুরদের ভাষা নেই বলেই হয়ত তারা প্রতিবাদ করতে পারছেনা। কুকুর কখনোই ব্যাক্তিগত ভাবে আহত না হলে কাউকে কামড় দেয় না। তারা আমাদের গৃহপালিত পশু।

তবে কাত্তির্ক মাসে একটি রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় অনেক সময় কিছু মাথা নষ্ট কুকুর নিরহ পথচারীকে কামড় দেয়। তাই বলে নিবিচার্রে এজন্য সব কুকুরকে গালাগাল করা কুকুরদের ইজ্জতের জন্য ক্ষতিকর। বছর খানেক আগে বিশ্বজিৎ নামক একজন নিরহ পথচারীকে পুলিশ এবং জনতার সামনে প্রকাশ্য হত্যা করেছে ছাত্রলীগের জংঙ্গিরা। আর সারা বছরতো তারা হত্যা জখম ধর্ষন নিপিড়ন চাদাবাজি গুম করেছে নির্বিচারে। সরকারী টেণ্ডার জায়গা জমি দখল মাকের্ট দখল কোন অপকর্ম এই জংঙ্গি সংগঠনটি করা বাকি রাখে নাই।

তারপর প্রশাসন নিরব! কেননা এই সংগঠনটির প্রধান হচ্ছে আমাদের গনতন্ত্রের মানষ কন্যা পিচ অব ডটার মাননীয় রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী বঙ্গ বন্ধু কন্যা শেখ হাসিনা। টিভি টকশো আর পত্রিকার বড় বড় কলাম লেখা হয়েছে কিন্তু কোন কিছুই কাজে আসে নাই। কেননা কারন ছাত্রলীগ ভাল করেই জানে খুন করলে রাষ্ট্রপতি জিল্লুর রহমান তাদের ক্ষমা করে দিবেন। আর তাদের সামনে রয়েছে এডিসি হারুন হবার সুযোগ। ( যিনি বিএনপির জয়নাল আবেদিন ফারুক কে পিটিয়ে দেশ ছাড়া করে ছিলেন।

তাকে আমাদের মহান রাষ্ট্রপতি পদক দিবেন বলে খবরে এসেছে! ভাবুন ঠেলা। ) দশ বছরের একটি নি:স্পাপ শিশুকে গুলি করা হয়েছে। গুলিটা তার ছোট মাথা ভেদ করে বেড়িয়ে গেছে। থেমে গেছে শিশুটির জীবন। নিভে গেছে বাবা মায়ের সকল স্বপ্নের প্রদ্বিপ।

থমকে গেছে মানবতা। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যারা এইসব অপকর্ম করছে একজন মানুষ হয়ে কি করে সেই সংগঠনটিকে মানুষের সংগঠন বলি!! যারা ছাত্রলীগ করছেন তাদের সকলকে আমি একটি প্রশ্ন রাখতে চাই আপনারা কি সত্যই মানুষ? আপনাদের কি ভেতরে মানুষত্ব আছে? ছাত্রলীগ নামধারী জংঙ্গি সংগঠনটিকে নিষিদ্ধ করা হোক। যাতে করে আর কোন মাকে সন্তানহারা হতে না হয়। যাদের পরিবারে ছাত্রলীগ আছে তাদের প্রতি অনুরোধ ওদের পথে আনুন না হলে শেয়াল কুকুরের মত গনরোষে প্রাণ হারাতে পারে তারা।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.