আমাদের কথা খুঁজে নিন

   

খেলাটা কেউ ধরতে পেরেছেন? বাংলাদেশ ক্রিকেটের অনিশ্চিৎ গন্তব্য....(চুচিলরা দুরে থাকুন)

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........

ঘটনা হলো আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হবার কথা ! আই রিপিট হবার কথা ! যদি ভারতের সাজানো ছকে ছাহবাগীদের ( আপনাদের নিশ্চয় মনে আছে রেন্ডিয়ার এক পত্রিকা বলেছিল শাহাবাগে রেন্ডিয়া সমর্থনপুষ্ট )পাকিস্তান দুতাবাস আক্রমন ,হাসিনা সরকারের রিভার্স জঙ্গী নাশকতা, একদলীয় নির্বাচন করে দেশকে অব্যহত সংঘাতের দিকে ঠেলে দেয়া যায়........ নিরাপত্তার অজুহাতে পাকিস্তানসহ কয়েকটা বড় দেশ যেমন ভীতু ইংল্যান্ড,অস্ট্রেলিয়া আসন্ন বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানাবে .... ফলাফল : জরুরিভিত্তিতে বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে পাশ্ববর্তী দেশ ভারতে স্থানান্তর করবে আইসিসি ! বিশ্বকাপ আয়োজন করার ক্ষেত্রে স্পন্সর মানি , বিদেশী পর্যটক ইত্যাদি ক্ষেত্রে থেকে দেশের বেশ ভালো টাকা আয় হয় । তার থেকে বড় কথা আমাদের দেশের ব্রান্ডিং হয় । বিদেশীরা আমাদের দেশে আসতে উৎসাহ পায় । কিন্তু এখন? এমনেই আমদের সাথে হারার ভয়ে কেউ আমাদের মাটিতে খেলতে চায় না ! এরফলে ভবিষ্যতে আরো অনেক দেশই আমাদের দেশে খেলতে চাবেনা !অর্থাৎ এখন যেমন কেউ পাকিস্তানে খেলতে চায় না ভবিষ্যতে কেউ বাংলাদেশে খেলতে চাবে না! মানে একচেটিয়া ভাবে সব সুযোগ সুবিধা ভারত ভোগ করবে!!! হায়রে ভন্ড দেশ প্রেমিকরা আর কত আমার দেশকে _*_ মারবি ? তোদের কাছে নিজের দেশের থেকে আসলে ভারত ই বড়! তো ভারত চলে যাস না কেন? [ বি.দ্র: মুল লেখা কিন্চিৎ সংকলিত ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.