আমাদের কথা খুঁজে নিন

   

লাইফের সেরা খেলাটা দেখলাম.........অবিশাষ্য....



হা হা হা....মনে হয় না আর্জেন্টিনা জার্মানির সাথে জয়ের পর স্পেনের সাথে পাত্তা পেত....:...যদিও আমি আর্জে সাপোর্টার.. কালকে যা দেখলাম !! কি নাই স্পেনের খেলার ভিতরে....জার্মান বধ করার আসল কৌশল টাই তারা খাটাইছে...পয়েন্ট ইজ.. জার্মান আসলে গতির খেলা খেলে , প্রতিপক্ষ যখন গতিতে খেলে তখন তারা এই সুযোগ টাই কাজে লাগায়.. কালকে স্পেন খেলছে এর উল্টোটি। । বল জার্মান দের পায়ে যাইতেই দেয় নাই কিন্তু তারা আক্রমন কিন্তু ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মতন করে নাই। আবার বল ছাড়ে নাই তাদের পা থেকে। এটাক করছে অনেক স্লোলি।

তাদের মেইন টার্গেট ই ছিলো তাদের কে বল না নেওয়ার সুযোগ দেয়া। খেলার ধরন দেখে যা বুঝলাম আরকি!!! প্রতিপক্ষ দল গতিতেই খেললে জার্মান ভালো খেলে। কারন জার্মান একা একা কেউ সেরা না বা খেলা না। তারা যাই করে সবাই একসাথেই করে যা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। যাই হোক কালকের খেলা ছিলো অসাধারন।

যারা খেলা বোদ্ধা তারা অবশ্যি শিকার করবে ব্রাকিল আর্জেন্টিনার উর্দ্ধে খেলা হইছে... ধন্যবাদ.....ভুল হইলে মন্তব্য দিবেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.