অবসন্ন দেহে মানুষ বিছানায় গা এলিয়ে বিশ্রাম নেয়। ঘুমানোর জন্য বিছানার কথা না বললেই নয়। কিন্তু বিছানায় ঘুমানোর পাশাপাশি মজার একটি খেলাও আছে। খেলাটিকে ইংরেজিতে বলা হয় বেড রেসিং, মানে বিছানায় দৌড়। অদ্ভুত এই খেলাটি বেশ পুরনো।
অনেকেই ্ববলে থাকেন, খেলাটি প্রথম নারসবোরো অঞ্চলের উত্তর ইয়র্কশায়ার শহরের লোকজনের মধ্যে জনপ্রিয়তা পায়। ১৯৬৫ সালে খেলাটি শুধু সেনাবাহিনী, নৌবাহিনী ও আমেরিকার নৌবাহিনীর জন্য উন্মুক্ত ছিল। কিন্তু এখন প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত। এই অদ্ভুত খেলাটির মূল বৈচিত্র্য হলো বিছানায় দৌড় দেওয়া। খেলাটির ধরনও তাই একটু আলাদা।
এ খেলায় এক দলে মোট ছয়জন প্রতিযোগী অংশগ্রহণ করেন যাদের মধ্যে একজন থাকেন একটি বিছানার ওপর। দুই দলেরই নির্দিষ্ট বছরের প্রতিযোগিতার লক্ষ্য তাদের বিছানায় লেখা থাকে। এই বিছানায় চারটি চাকা লাগানো থাকে, যাতে এটি চাকার মাধ্যমে চলতে পারে। বিছানাটি শুধু মাটিতে নয়, পানিতেও ভাসতে পারে। তিন কিলোমিটার রেস প্রতিযোগিতা কনিংহাম হলে গিয়ে শেষ হয়।
ওই প্রতিযোগিতার মধ্য পর্যায়ে প্রত্যেক দলকে একটি দুর্গের শীর্ষে উঠতে হয় এবং চূড়ান্ত পর্যায়ের আগে ওই দুর্গ থেকে নিচে নেমে আসতে হয়। ওই দুর্গ থেকে নেমে আসার আগে প্রত্যেক দলকে আবার একটি নদীও পার হতে হয়। এ ধরনের বেশ কয়েকটি বাধা পেরিয়ে যে সবার আগে বিছানা নিয়ে প্রান্ত সীমানা অতিক্রম করতে পারে সেই বিজয়ী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।