সরকার দশম জাতীয় সংসদ নির্বাচনের নামে যে তামাশা করছে তার অংশীদার হিসেবে দেশপ্রেমিক সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় না করানোর আহ্বান জানিয়েছেন ১৮ দলীয় জোট নেতা ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা। গতকাল দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন সব দেশি-বিদেশি নেতাদের সমঝোতার আহ্বান উপেক্ষা করে একতরফা ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করেছে। আর তা বাতিলের দাবিতে এ দেশের মানুষ আন্দোলনে মাঠে নেমেছে। আন্দোলন যখন যৌক্তিক পরিণতির দিকে ধাবিত হচ্ছে ঠিক সেই মুহূর্তে সরকার সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে। তিনি দেশের জন্য সুনাম বয়ে আনা সেনাবাহিনীকে যেন কেউ বিতর্কিত করতে না পারে সেজন্য সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।