আমাদের কথা খুঁজে নিন

   

নীরবে কান পেতে রই আনমনে....

যার লাগি ছুটে গেছি নির্দয় মসুদ চীনা তাতারের দলে, আর্ত কোলাহলে তুলিয়াছি দিকে দিকে বাধা বিঘ্ন ভয়- আজ মনে হয় পৃথিবীর সাঁজদীপে তার হাতে কোনোদিন জ্বলে নাই শিখা -শুধু শেষ নিশীথের ছায়া-কুহেলিকা শুধু মেরু-আকাশের নীহারিকা, তারা

কিছু কথা অরণ্যে রোদ পোহানোর মতো রোদের নেই বৃষ্টির ছাঁট ঠান্ডা হাওয়া জীবনের ছকে কাটা ঘরে হাঁটতে হাঁটতে কিছু কথা হারিয়ে যায়। দীর্ঘ গল্পে কখনো গোধুলির মতো ছায়া পড়ে আসে... অনুভবের মতো আবেগের ও ক্লান্তি আসে.. তখন বেঁচে থাকা নিশ্বাস নেওয়ার ঘ্রাণে দূর্গন্ধ বেঁচে থাকা মানে নিশ্বাস বন্ধ হয়ে যাওয়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।