ঝিনুক নীরবে সহো ঝিনুক নীরবে সহো, ঝিনুক নীরবে সহে যাও ভিতরে বিষের বালি, মুখ বুঁজে মুক্তা ফলাও! [ঝিনুক নীরবে সহো – আবুল হাসান] মাত্র পনের বছর বয়সে সম্ভ্রান্ত-বিত্তশালী পরিবারের অমতে চালচুলাহীন এক শিক্ষককে বিয়ে করেছিলেন, সংসারের সকল দায় নিজের কাঁধে তুলে নিয়ে হুমায়ুন আহমেদকে সাহিত্যচর্চার জন্য মুক্ত করে দিয়েছিলেন। তারপর নিজের কন্যার বান্ধবীর কাছে সেই হুমায়ুনকে হারিয়ে নিজের চার সন্তানকে মানুষ করতে আবারো সংগ্রামে নেমেছিলেন। তখনও নীরব ছিলেন... এখনো নীরব। তিনি প্রিন্সিপাল ইব্রাহীম খাঁনের নাতনী গুলতেকিন খাঁন। তিনি অভিনয় জানেন না, তিনি অভিনেত্রী নন। [খবর: "হুমায়ূন স্মরণসভা: গুলতেকিন এলেন কাঁদলেন কথা বললেন না!! http://tinyurl.com/boomyjc]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।