আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ও ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক নাসির হায়দার বাবুলকে লাঞ্ছিত করার প্রতিবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্ববিদ্যালয়কে উপহার দেওয়া গাড়ি ভাঙচুর করেছে তার সমর্থকরা। গতকাল সকালে বিশ্ববিদ্যালয় এলাকার নন্দীরহাট চট্টগ্রাম-হাটহাজারী সড়কের বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেটে বিশ্ববিদ্যালয়ের তিনটি গাড়ি ভাঙচুর করে ছাত্রলীগ নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম শহর থেকে শিক্ষকদের নিয়ে নন্দীরহাট এলাকা অতিক্রম করার সময় বিশ্ববিদ্যালয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া বাসে হঠাৎ বড় ইটের টুকরা নিক্ষেপ করা হয়। এতে বাসে থাকা শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় গাড়ির আয়না ভাঙচুর করে বাবুলের সমর্থকরা। ছিনিয়ে নেয় ৫ নম্বর গাড়ির হেলফার মনিরের মোবাইল ফোন। তাছাড়া গতকাল সকালে কালুরঘাট থেকে একটি গাড়ি স্টাফদের নিয়ে ক্যাম্পাসে আসছিল। বাসটি বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় এলে ২০-২৫ জন যুবক গাড়ি থামিয়ে চাবি কেড়ে নেয়। পরে বাসের সামনের ও পাশের বেশ কিছু গ্লাস ভেঙে দেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।