আমাদের কথা খুঁজে নিন

   

সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা

আবুধাবীতে কোনোরকমে বেঁচেছিল পাকিস্তান। কিন্তু দুবাইয়ে হারটা কোনোভাবেই এড়াতে পারেনি। হেরেছে বড় ব্যবধানে। ৯ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-০তে এগিয়ে গেল শ্রীলঙ্কা। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শারজাহতে ১৬-২০ জানুয়ারি। আসলে চতুর্থদিনই জয় নিশ্চিত করে নিয়েছিল শ্রীলঙ্কা। গতকাল শুধু আনুষ্ঠানিকতাটুকু সেরেছে।

আগের দিনের ৭ উইকেটে ৩৩০ রান নিয়ে খেলতে নামে পাকিস্তান। উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ ৭০ রান নিয়ে খেলতে নেমে মাত্র চার রান যোগ করেন। শ্রীলঙ্কান বোলারদের সাঁড়াশি আক্রমণে পাকিস্তান শেষ ৩ উইকেট হারায় ২৯ রানে। পাকিস্তানের ইনিংস শেষ হয় ৩৫৯ রানে এবং এগিয়ে যায় ১৩৬ রানে। ১৩৭ রানের টার্গেটে খেলতে নেমে দুই লঙ্কান ওপেনার করুণারত্নে ও সিলভা ১২৪ রানের ভিত দিয়ে জয় সহজ করে দেন। সিলভা ৫৮ রানে সাজঘরে ফিরেন। করুণারত্নে অপরাজিত থাকেন ৬২ রানে। সিলভা ইনিংসটি খেলেন ১৩৪ বলে ৫ চারে এবং করুণার অপরাজিত ইনিংসটি ছিল ১২৫ বলে সাজানো। টেস্ট সেরা হন মাহেলা জয়াবর্ধনে। এই সিরিজ খেলেই দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.