কোপা দেল রে কাপে সেমিফাইনালের পথে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। গত মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এসপানিয়লকে ১-০ গোলে হারিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। এর ফলে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। কর্নিয়া আল পার্ট স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের পক্ষে একমাত্র গোলটা করেন ফরাসি তারকা করিম বেনজেমা। লা লিগায় রিয়াল মাদ্রিদ বেশ কয়েকদিন আগেই শিরোপার লড়াইয়ে ফিরেছে। কোপা দেল রে কাপেও শিরোপার দিকেই ছুটছে তাদের প্রতিটি কদম। ২০১০-১১ মৌসুমে সর্বশেষ কোপা দেল রে কাপের শিরোপা জয় করেছিল রিয়াল মাদ্রিদ। তবে গতবার এখানে তারা ফাইনাল খেলেছিল। প্রতিপক্ষ ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। শহুরে প্রতিপক্ষের কাছে হেরে রিয়াল মাদ্রিদ গত মৌসুমে শিরোপা বঞ্চিত হয়েছিল। চলতি মৌসুমে অবশ্য ফাইনালে দেখা হতে পারে অ্যাটলেটিকো মাদ্রিদ কিংবা বার্সেলোনার সঙ্গে! বার্সেলোনা কোপা দেল রে কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে লেভেন্তের। অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।