আমাদের কথা খুঁজে নিন

   

সরকার বেসামাল হয়ে পড়েছে: এনডিপি

আজ এনডিপি'র কেন্দ্রীয় কার্যালয়ে মার্চ ফর ডেমোক্রেসি সফল করার লক্ষ্যে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন, এনডিপি'র চেয়ারম্যান ও ১৮-দলীয় জোটের শীর্ষ নেতা খোন্দকার গোলাম মোর্ত্তজা। বক্তব্য রাখেন, এনডিপি'র মহাসচিব আলমগীর মজুমদার, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী, ঢাকা মহানগর সভাপতি জামিল আহম্মেদ, ফরিদউদ্দিন মূসাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মী সভায় সভাপতির বক্তব্যে খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেন, বিপন্ন গণতন্ত্র রক্ষায় ১৮ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচী ঘোষণার পরেই সরকার বেসামাল হয়ে পড়েছে। তাই কর্মসূচী সফলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে করিকল্পিতভাবে সরকার সন্ত্রাসী বাহিনী দিয়ে বাংলামোটরে পুলিশের গাড়িতে বোমা মেরে পুলিশ হত্যা করে তার দায় ১৮-দলীয় জোটের নেতৃবৃন্দের উপর চাপিয়ে কেন্দ্রীয় নেতাদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে।

আমরা স্পষ্টভাষায় বলতে চাই, সরকারের এসমস্ত অগ্রহণযোগ্য কার্যকলাপে অতষ্টি হয়ে তার প্রতিবাদে সর্বস্তরের জনগণ আজ রাস্তায় নেমে এসেছে। আমরা লক্ষ্য করছি, সরকার বিরোধী দলের নেতানেত্রীদের উপর সীমাহীন অমানুষিক অত্যাচার শুরু করেছে এবং ১৮ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা ও অফিস অবরুদ্ধ করে রেখেছে। আমরা সরকারের এসমস্ত অগণতান্ত্রিক কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

৫ ডিসেম্বর একতরফা তামাশার যে নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে চলেছে সরকার সেই ভোটারবিহীন নির্বাচনকে না বলার আহ্বান জানিয়ে এনডিপি চেয়ারম্যান আরও বলেন, ২৯ ডিসেম্বর ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচী যে কোন মূল্যে সফল করতে হবে। প্রয়োজনবোধে কাফনের কাপড় পড়ে লাল-সবুজের পাতাকা হাতে নিয়ে সকল স্তরের জনগণকে প্রস্তুত থাকতে হবে।

একইসাথে আইনশৃঙ্খলা বাহিনীকে বিরোধী দলের শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচী সফলে সহযোগিতা করারও আহ্বান জানান এনডিপি চেয়ারম্যান।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.