টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশন থেকে নীলসাগর ও পদ্মা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ১২৫ যাত্রীকে আটক করেছে টাঙ্গাইল সদর থানার পুলিশ।
আজ শনিবার সকাল ৮টার দিকে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, সকালে রাজশাহী থেকে ঢাকাগামী নীলসাগর ও পদ্মা এক্সপ্রেস ট্রেনে জঙ্গি রয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘারিন্দা রেল স্টেশনে অবস্থান নেয়।
স্টেশন অতিক্রম করার সময় পুলিশ ট্রেন দু'টিতে অভিযান চালায়। এসময় তারা ট্রেনে অবস্থানরত সন্দেহজনক ও টিকিট বিহীন ১২৫ যাত্রীকে আটক করে।
এছাড়াও জানা গেছে, অভিযানের পর ট্রেন দু'টিকে স্টেশনেই থামিয়ে রাখা হয়েছে। নাশকতা রোধে ঢাকার দিকে যেতে দেওয়া হবে না ট্রেন দু'টিকে। আর যাত্রীসহ পূর্বের স্থানে দু'টি ট্রেনকেই পাঠিয়ে দেওয়া হবে।
এদিকে, পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে ট্রেন বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য স্টেশনের আসা যাত্রীরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।